আমেল মঞ্জিল আকামা চেক করার নতুন নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে 'আমেল মঞ্জিল হুরুব চেক করার নিয়ম 2025' সম্পর্কে দেখিয়েছিলাম। আজকের পোস্টে দেখাবো 'আমেল মঞ্জিল আকামা চেক করার নতুন নিয়ম ২০২৫' সম্পর্কে। সুতরাং, বিষয়টি সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আমেল মঞ্জিল আকামা চেক করার নতুন নিয়ম ২০২৫
২০২৫ সালে আমেল মঞ্জিল আকামা চেক করার জন্য অবশ্যই আপনার আবসার অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি আবসার অ্যাকাউন্ট না থাকে তাহলে 'আবসার (Absher) একাউন্ট খোলার নিয়ম ২০২৫' সম্পর্কে লেখা আমাদের এই পোস্টটি দেখে খুব সহজে আবসার খুলে নিতে পারবেন।
আমি ধরে নিচ্ছি আপনার আবসার একাউন্ট আছে এখন আমেল মঞ্জিল (ডোমেস্টিক) ভিসার আকামা চেক করার জন্য আবসারের https://www.absher.sa/wps/portal/individuals/Home/homepublic/ এই ওয়েবসাইটে যেতে হবে।
তারপর ইকামা নাম্বার এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে। লগইন করার সময় প্রাপ্ত ওটিপি কোডের মাধ্যমে অবশ্যই মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে।
এখন আবসারের ড্যাশবোর্ড থেকে 'My Services' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Passports' লেখার উপর ক্লিক করতে হবে। তারপরে 'Personal Information' লেখার উপরে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে 'My Dashboard' নামে উপরের ছবির মত উইন্ডো ওপেন হবে। সেখানে আপনারা সকল তথ্য দেখতে পারবেন। এখন নিচে একটু স্ক্রল করার পর 'Digital Documents' এর নিচে 'Iqama ld' লেখা দেখতে পারবেন এবং তার নিচে 'ID Expiry Date' এই ডান দিকে ইকামার মেয়াদ উত্তীনের তারিখ দেখতে পারবেন।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে আমেল মঞ্জিল আকামা চেক করার নতুন নিয়ম সম্পর্কে আজকে সহজভাবে ধাপে ধাপে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা বা গোপনীয়তার কারণে আমরা কিছু তথ্য ঝাপসা করে দিয়েছি। যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে, আপনাদের কোন বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টে মাধ্যমে জানাবেন।