আমেল মঞ্জিল ভিসা হুরুব কাটার পর কাফালা হওয়ার নিয়ম ২০২৫
২০২৫ সালে আমেল মঞ্জিল ভিসা হুরুব কাটার পর কাফালা হওয়ার নিয়ম সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হবে। তাই আপনারা যারা আমেল মঞ্জিল (সাওয়াক খাস) ভিসার হুরুব কাটার পর কাফালা হওয়ার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহীরা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আমেল মঞ্জিল ভিসা হুরুব কাটার পর কাফালা হওয়ার নিয়ম ২০২৫
২০২৫ সালের নতুন আপডেট নিউজ অনুসারে, আমেল মঞ্জিল (সাওয়াক খাস) বা হাউস ড্রাইভার ভিসায় হুরুব কাটার পর কাফালা হওয়ার জন্য আপনাকে প্রথমে আপনি নতুন যেই কফিলের কাছে কাফালা হবেন তাকে খুঁজে বের করতে হবে। তারপর তার নতুন কফিলের আবসার থেকে তলব পাঠাতে হবে। আর হুরুব কাটার জন্য পূর্বের কফিলের কোন প্রয়োজন নেই।
কিন্তু আমেল মঞ্জিল ভিসার ক্ষেত্রে হুরুব কেটে কাফেলা হওয়ার জন্য সৌদি সরকার ২০২৫ সালের ১১ মে থেকে ১১ নভেম্বর পর্যন্ত (৬ মাস) সময় বেঁধে দিয়েছে। অর্থাৎ, আপনারা এই ৬ মাস সৌদি আরবের আমেল মঞ্জিল বা ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে হুরুব কেটে কাফালা হওয়ার সুযোগ পাবেন বা নতুন কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন।
এখানে আরেকটি শর্ত আছে সেটি হল; আপনারা যারা ১১ মে ২০২৫ এর আগে হুরুব প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র তারাই হুরুব কেটে কাফালা হওয়ার সুযোগ পাবেন এবং যারা ১১ মে ২০২৫ এর পরে হুরুব প্রাপ্ত হয়েছেন তাদের কাফালা হওয়ার সুযোগ নেই।
আমেল মঞ্জিল ভিসায় হুরুব কেটে কাফালা হলে অবশ্যই আপনার আকামার মেয়াদ থাকতে হবে। যদি আকামার মেয়াদ না থাকে তবে, আগে আকামা রিনিউ করতে হবে তারপর কফিল আপনাকে তলব পাঠাতে পারবে।
প্রথমবার হুরুব কেটে কাফালা হতে ২,০০০ রিয়াল খরচ হবে, দ্বিতীয়বার হলে ৪,০০০ রিয়াল এবং তৃতীয়বার হুরুব কেটে কাফালা হতে খরচ হবে ৬,০০০ রিয়াল। আর ইকামার মেয়াদ যত বছর শেষ হয়েছে প্রতি বছরের জন্য ৬৫০ রিয়াল + জরিমানা ৫০০ রিয়াল (প্রতিবারের জন্য এবং সর্বোচ্চ ১,০০০ রিয়াল)। এছাড়া, আমেল মঞ্জিল বা ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে হুরুব কেটে কাফেলা হতে অন্য কোন খরচ নেই।
সর্বশেষ কথা
২০২৫ সালে আমেল মঞ্জিল (সাওয়াক খাস) বা ডোমেস্টিক ভিসায় হুরুব কাটার পর কাফালা হওয়ার নিয়ম সম্পর্কে আপনাদেরকে দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝিয়েছি। তবে, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের সমস্যার কথা আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন।