বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে, BMET ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে?

বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে, BMET ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে?
২০২৬ সালে বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে, BMET ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের তথ্য প্রদান করবো। তাই আপনারা যারা বিএমইটি (BMET) ফিঙ্গারের ব্যাপারে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে ২০২৬

২০২৬ সালে বিএমইটি (BMET) ফিঙ্গার করার জন্য আপনাদের পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, পাসপোর্ট এর স্ক্যান কপি, টিটিসি PDO সার্টিফিকেট, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ভিসা বা ওয়ার্ক পারমিট এই কাগজপত্র গুলো লাগবে।

বিএমইটি (BMET) ফিঙ্গার কোথায় দিতে হয়?

বিএমইটি (BMET) ফিঙ্গার দেওয়ার জন্য আপনাদেরকে নিকটস্থ যেকোনো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অফিসে যেতে হবে। অর্থাৎ, আপনারা আপনাদের জেলার বাহিরেও যেকোনো জেলা বা বিভাগীয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসে গিয়ে খুব সহজে বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে পারবেন।

বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কত টাকা লাগে ২০২৬

২০২৬ সালের বর্তমান নিয়মে, বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে ২২০ টাকা লাগে। আর ফিঙ্গারের জন্য এই ২২০ টাকা দিতে হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ, প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকে ২২০ টাকা জমা দিয়ে ব্যাংক প্রদত্ত রিসিট সঙ্গে করে নিয়ে যেতে হবে বিএমইটি (BMET) অফিসে।

সর্বশেষ কথা

২০২৬ সালে বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি ডকুমেন্টস লাগে, ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে সেই বিষয়গুলো সম্পর্কে এই পোস্টে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে লিখে আমাদেরকে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন