বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে, BMET ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে?
২০২৫ সালে বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে, BMET ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের তথ্য প্রদান করবো। তাই আপনারা যারা বিএমইটি (BMET) ফিঙ্গারের ব্যাপারে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি লাগে ২০২৫
২০২৫ সালে বিএমইটি (BMET) ফিঙ্গার করার জন্য আপনাদের পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, পাসপোর্ট এর স্ক্যান কপি, টিটিসি PDO সার্টিফিকেট, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ভিসা বা ওয়ার্ক পারমিট এই কাগজপত্র গুলো লাগবে।
আরো পড়ুন: বিএমইটি (BMET) কার্ড করতে কত টাকা লাগে, কার্ডের মেয়াদ কতদিন থাকে, কার্ড পেতে কত দিন লাগে ২০২৫
বিএমইটি (BMET) ফিঙ্গার কোথায় দিতে হয়?
বিএমইটি (BMET) ফিঙ্গার দেওয়ার জন্য আপনাদেরকে নিকটস্থ যেকোনো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অফিসে যেতে হবে। অর্থাৎ, আপনারা আপনাদের জেলার বাহিরেও যেকোনো জেলা বা বিভাগীয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসে গিয়ে খুব সহজে বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে পারবেন।
বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কত টাকা লাগে ২০২৫
২০২৫ সালের বর্তমান নিয়মে, বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে ২২০ টাকা লাগে। আর ফিঙ্গারের জন্য এই ২২০ টাকা দিতে হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ, প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকে ২২০ টাকা জমা দিয়ে ব্যাংক প্রদত্ত রিসিট সঙ্গে করে নিয়ে যেতে হবে বিএমইটি (BMET) অফিসে।
সর্বশেষ কথা
২০২৫ সালে বিএমইটি (BMET) ফিঙ্গার দিতে কি কি ডকুমেন্টস লাগে, ফিঙ্গার কোথায় দিতে হয় এবং ফিঙ্গার দিতে কত টাকা লাগে সেই বিষয়গুলো সম্পর্কে এই পোস্টে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে লিখে আমাদেরকে জানাতে পারেন।
