আল রাজি ব্যাংক একাউন্ট খোলার সমস্যা সমাধান করার উপায় ২০২৫
পূর্বের পোস্টে 'আল রাজি ব্যাংক কার্ড প্রিন্ট বা একটিভ করার নিয়ম ২০২৫' সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে দেখাবো 'আল রাজি ব্যাংক একাউন্ট খোলার সমস্যা সমাধান করার উপায় ২০২৫' সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।
আল রাজি ব্যাংক একাউন্ট খোলার সমস্যা সমাধান করার উপায় ২০২৫
২০২৫ সালে বেশিরভাগ মানুষই আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার সময় যেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটি হলো; আল রাজি ব্যাংকের (alrajhi bank) অ্যাপ ওপেন করার সময় অ্যাপ ওপেন না হয়ে সরাসরি যেকোন ব্রাউজারে নিয়ে চলে যায়!
আল রাজি ব্যাংকের অ্যাপ ওপেন করার পর অ্যাপ ওপেন না হয়ে ব্রাউজারে আল রাজি ওয়েবসাইট ওপেন হওয়ার কারণ হলো: থার্ড পার্টি কিবোর্ড। আর আল রাজী ব্যাংকের এই সমস্যা সমাধান করা অত্যন্ত সহজ। কিভাবে কি করতে হবে নিচে বিস্তারিত দেখিয়েছি।
আমাদের ক্ষেত্রে আমরা 'Ridmik Keyboard' নামের একটি থার্ড পার্টি কিবোর্ড ব্যবহার করছিলাম। আমাদের ফোনে এই 'Ridmik Keyboard' থাকার কারণে আমরা আল রাজি ব্যাংকের অ্যাপে প্রবেশ করতে পারছিলাম না। এখন আমরা আমাদের ফোন থেকে এই কিবোর্ডটি আনইন্সটল বা ডিলেট করে দিচ্ছি।
এখন দেখুন থার্ড পার্টি কিবোর্ড ডিলিট করার পর আমরা ''AlRajhi Bank' এর অ্যাপে প্রবেশ করতে পারছি। মূলত আল রাজি ব্যাংক ব্যবহারকারীদের নিরাপত্তার কারণে কোন থার্ড পার্টি কিবোর্ড অনুমতি দেয় না। অর্থাৎ, আপনার ফোনে কোন থার্ড পার্টি কিবোর্ড থাকলে আপনি আল রাজি ব্যাংকের অ্যাপসে প্রবেশ করতে পারবেন না।
সর্বশেষ কথা
২০২৫ সালে আল রাজি ব্যাংক একাউন্ট খোলার সমস্যা সমাধান করার উপায় সম্পর্কে আজকের এই পোস্টে আপনাদেরকে তথ্য প্রদানের চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন।