আল রাজি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে আল রাজি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের সহজ ভাবে দেখানোর চেষ্টা করবো। সুতরাং, আপনারা যারা 'আল রাজি ব্যাংক একাউন্ট নাম্বার চেক করার নিয়ম 2026' সম্পর্কে জানতে আগ্রহী তারা আর্টিকেলটি পড়তে থাকুন।
আল রাজি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম 2026
২০২৬ সালে আল রাজি ব্যাংকের একাউন্ট নাম্বার চেক করার জন্য প্রথমে "AlRajhi Bank" অ্যাপে প্রবেশ করে লগইন করে নিন। তারপর আল রাজি ব্যাংকের যেই একাউন্টের একাউন্ট নাম্বার চেক করতে চান তার উপরের ট্যাগ করুন। দেখানোর সুবিধার্থে আমরা '3871' অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি।
অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনারা উপরের ছবির মত করে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। আর আপনারা যদি IBAN নাম্বার দেখতে চান তবে, 'Account' লেখার পাশে 'IBAN' লেখার উপর ট্যাপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার বা IBAN নাম্বার কপি করার জন্য কপি আইকনে উপর ট্যাপ করুন।
শেষ কথা
২০২৬ সালে আল রাজি ব্যাংক একাউন্ট নম্বর চেক করার সহজ নিয়ম দেখিয়েছি আজকের আর্টিকেলে। আশা করি, আর্টিকেলটি থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। যদি আপনার কাছে আর্টিকেলটি উপকারী মনে হয় তবে, অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন।


