আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং হতে কত দিন লাগে ২০২৫
পূর্বের পোস্টে 'সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করতে খরচ কত টাকা লাগে ২০২৫' সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পোস্টে আলোচনা করা হবে ২০২৫ সালে আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং হতে কত দিন লাগে সেটি সম্পর্কে।
আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং হতে কত দিন লাগে ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আমেল মঞ্জিল বা সাওয়াক খাস ভিসা পাওয়ার পর ওকালা করা থেকে শুরু করে মোফা, ফিঙ্গার, স্ট্যাম্পিং, ম্যানপাওয়ার করে ভিসা প্রসেসিং হতে মোটামুটি ৩ মাসের মত সময় লেগে যায়।
তবে, বর্তমানে আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং হতে প্রধানত একটি বিশেষ কারণে দেরি হচ্ছে আর সেটি হল কোটা সংকট। অর্থাৎ, আমেল মঞ্জিল ভিসায় ২ জন নারী যাওয়ার পর ১ জন পুরুষ যেতে পারে।
সুতরাং, আপনারা যারা দ্রুততম সময়ে সৌদি আরবের আমেল মঞ্জিল বা ডোমেস্টিক ভিসা প্রসেসিং করতে চান তারা যেকোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করাবেন।
উপসংহার
২০২৫ সালে আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং হতে কত দিন লাগে সেটি সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকের পোস্টে। যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তবে, বন্ধু বা পরিচিতদের সঙ্গে পোস্টটি শেয়ার করতে পারেন।