সৌদি আরবের ভিসা ওকালা করার নিয়ম বা ভিসা ওকালা কিভাবে করে?

সৌদি আরবের ভিসা ওকালা করার নিয়ম বা ভিসা ওকালা কিভাবে করে?
পূর্বের পোস্টে 'সৌদি আরবের ভিসার ওকালা মানে কি বা ওকালা বলতে কি বুঝায়?' সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করা হবে 'সৌদি আরবের ভিসা ওকালা করার নিয়ম বা ভিসা ওকালা কিভাবে করে?' সেটি সম্পর্কে। চলুন আজকের মূল আলোচনা শুরু করি।

সৌদি আরবের ভিসা ওকালা করার নিয়ম বা ভিসা ওকালা কিভাবে করে?

২০২৫ সালে আপনারা ২ টি সহজ নিয়মে সৌদি আরবের ভিসা ওকালা করতে পারবেন যথা; কফিল বা কোম্পানির আবসারের মাধ্যমে অথবা মক্তবের মাধ্যমে। সহজ ভাবে সৌদি ভিসা ওকালা করাতে আপনি যেই কোম্পানি বা কফিলের কাছ থেকে ভিসা নিয়েছেন তাদের আবসার একাউন্ট থেকে করতে কফিল/কোম্পানিকে বলতে পারেন।

কিন্তু যদি কফিল বা কোম্পানির আবসার থেকে ওকালা (Okala) করানো সম্ভব না হয় সেক্ষেত্রে সৌদি আরবে অনেক থার্ড পার্টি মক্তব আছে, তাদের মাধ্যমেও করাতে পারেন। তবে, মক্তবের মাধ্যমে সৌদি ভিসা ওকালা করতে অবশ্যই আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে।

ওকালা করতে কতদিন লাগে ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের ভিসা ওকালা করতে কতদিন লাগবে সেটি নির্ভর করছে আপনি কফিল/কোম্পানির মাধ্যমে ওকালা করছেন নাকি মক্তবের তার ওপরে। যদি কফিল বা কোম্পানির তার আবসার একাউন্টের মাধ্যমে ওকালা করে দেয় সেক্ষেত্রে তুলনামূলক ভাবে একটু কম সময় লাগে। আর মক্তব মাধ্যমে ওকালা (Okala) কারাতে একটু বেশি সময় লাগতে পারে।

বর্তমান প্রেক্ষাপটে ওকালা করাতে সর্বনিম্ন ২ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭২ ঘন্টা (৩ দিন) পর্যন্ত সময় লাগতে পারে। আপনারা যারা ওকালা করতে দিয়েছেন এবং ওকালা হয়েছে কিনা তার স্ট্যাটাস সম্পর্কে জানতে চান তারা 'ভিসা ওকালা চেক করার নতুন নিয়ম ২০২৫' সম্পর্কে লেখা আমাদের এই পোস্টটি পড়ে নিতে পারেন।

উপসংহার

২০২৫ সালে সৌদি আরবের ভিসা ওকালা করার নিয়ম, ভিসা ওকালা কিভাবে করে এবং ওকালা করতে কতদিন লাগে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের পোস্টে। যদি আপনাদের কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার সমস্যার কথা লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন