সৌদি আরবের ভিসার ওকালা মানে কি বা ওকালা বলতে কি বুঝায়?
পূর্বের পোস্টে আমরা আপনাদেরকে 'সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা ওকালা চেক করার নতুন নিয়ম ২০২৫' দেখিয়েছিলাম। আজকের পোস্টে 'সৌদি আরবের ভিসার ক্ষেত্রে ওকালা মানে কি বা ওকালা বলতে কি বুঝায়?' সেই বিষয় সম্পর্কে কথা বলবো। তাই বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
সৌদি আরবের ভিসার ওকালা মানে কি বা ওকালা বলতে কি বুঝায়?
বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় আর এই ধাপগুলোর মধ্যে একটি ধাপ হলো; ওকালা। ওকালা মানে মানে হলো; অনুমতিপত্র। আর সৌদি আরবের ভিসার ওকালা মানে হলো; সরকার অনুমোদিত রেক্রুটিং এজেন্সি সৌদি আরবের কোম্পানি বা কফিলের থেকে প্রাপ্ত ভিসা প্রদানের অনুমতিপত্র।
আরও সহজ ভাবে বলতে গেলে ওকালা (Okala) একটি ডকুমেন্টস যেটি সৌদি কফিল বা কোম্পানি ইস্যু করে সরকার অনুমোদিত রেক্রুটিং এজেন্সির জন্য। আর এজেন্সি যখন ওকালা পেয়ে যায় তখনই আপনার ভিসা প্রসেসিং করতে পারে। উপরে যে ছবিটি দিয়েছি সেটি একটি ওকালার ছবি। তাই যারা ওকালা দেখতে কেমন হয় সেটি জানতেন না তারা উপরে ছবিটি দেখে নিন।
ওকালা ছাড়া কোন এজেন্সি কোনভাবেই ভিসা ইস্যু করতে পারবে না। অফিসিয়াল ভাবে ওকালাকে 'Enjaz' বলা হয়ে থাকে। সৌদি আরবের যেকোনো কোম্পানি বা কফিল বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে কর্মী নিয়োগ করার জন্য সরকার অনুমোদিত রেক্রুটিং এজেন্সিগুলোকে ওকালা (Okala) দিয়ে থাকে।
আর একটি ওকালার মাধ্যমে সৌদি আরবের নিয়োগকর্তা কোম্পানি বা কফিল কতজন কর্মী নিতে চাই সেটি সম্পূর্ণভাবে শুধুমাত্র সেই নিয়োগকর্তা কোম্পানি বা কফিলের উপরে নির্ভর করে। কফিল/কোম্পানি ইচ্ছা করলে একটি ওকালার মাধ্যমে এক বা একাধিক কর্মী নিয়োগ দিতে পারে বা এজেন্সিকে ভিসা প্রসেসের অনুমতি/ক্ষমতা দিতে পারে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে সৌদি আরবের ভিসার ওকালা মানে কি বা ওকালা বলতে কি বুঝায় সেই বিষয়টি সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, আমাদেরকে কমেন্টে মাধ্যমে জানাতে পারেন।