সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম সম্পর্কে জানতে অনেকে ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদেরকে সৌদি আরবের কন্টাক্ট পেপার (ফরম) চেক করার 2025 সম্পর্কে দেখাবো। চলুন মূল আলোচনা শুরু করা যাক।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার জন্য আপনাদের অবশ্যই নাফাত অ্যাপে একাউন্ট থাকতে হবে। যদি নাফাত অ্যাপে অ্যাকাউন্ট না থাকে তবে, 'নাফাত কিভাবে খুলতে হয় বা নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫' নিয়ে লেখা আমাদের এই পোস্টটি পড়ে নিন।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

আমি ধরে নিচ্ছি আপনাদের নাফাত অ্যাপে একাউন্ট আছে। এখন সৌদি আরবের কন্টাক্ট পেপার (ফরম) চেক করার জন্য গুগল প্লে বা অ্যাপেল স্টোর থেকে 'GOSI' অ্যাপটি ইন্সটল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর 'Skip' লেখার উপর ক্লিক করতে হবে।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

এখন 'Login' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর 'National ID/ Iqama Number' বক্সে আকামা নাম্বার লেখার পর 'Next' বাটনে ক্লিক করতে হবে। তারপর নাফাতের মাধ্যমে 'GOSI' ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

নাফাত ভেরিফিকেশন করার জন্য একটি কোড থাকবে ওই কোডটি মনে রাখতে হবে। আমাদের ক্ষেত্রে কোডটি ছিল ৬২। কোডটি আমরা মনে রাখছি তারপর 'Open Nafath App' বাটনে ক্লিক করছি।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

নাফাত অ্যাপে একটু অপেক্ষা করার পর 'Accept' বাটনে ক্লিক করতে হবে। এখন ৩ টি নাম্বার দেখাবে ওই নাম্বারগুলোর মধ্যে থেকে GOSI অ্যাপে যে নাম্বারটি উল্লেখ ছিল সেই নাম্বারের উপর চাপ দিতে হবে। আমাদের ক্ষেত্রে নাম্বার ছিল ৬২ তাই আমরা ওই নাম্বারের উপর চাপ দিচ্ছি। তারপর নাফাতের পিন লিখে কনফার্ম করলেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

এখন 'GOSI' অ্যাপে প্রবেশ করলেই প্রোফাইল ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর হোম পেইজ থেকে 'Manage Contribution' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর নিচে স্ক্রল করলে আপনি পূর্বে যতগুলো জব করেছেন এবং বর্তমানে যে জব করছেন সকল জবের লিস্ট দেখতে পারবেন।

বর্তমানে যে চাকরি করছেন সেটির স্ট্যাটাস দেখাবে 'Active Contribution' এবং পূর্বে যে জবগুলো করেছেন সেগুলোর স্ট্যাটাস দেখাবে 'Overlapped'। এই পর্যায়ে আরবিতে লেখা কোম্পানির নামের উপর ক্লিক করতে হবে।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

তারপরের পেইজে নিচে স্ক্রল 'View Contract' লিখার উপর ক্লিক করতে হবে। এখন আপনারা সামারি আকারে কন্টাক্ট সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। বিস্তারিত জানার জন্য 'View Details' লেখার উপর ক্লিক করতে হবে।

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম ২০২৫

এই পর্যায়ে আপনারা কন্টাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারবেন। আমাদের ব্যক্তিগত নিরাপত্তার বা গোপনীয়তার স্বার্থে আমরা উপরের ছবিগুলোর কিছু তথ্য/অংশ ঝাপসা করে দিয়েছি।

উপসংহার

২০২৫ সালে সৌদি আরবের কন্টাক্ট পেপার বা ফরম চেক করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে ধাপে ধাপে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকের পোস্টে। কিন্তু আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন