নাফাত কিভাবে খুলতে হয় বা নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

নাফাত কিভাবে খুলতে হয় বা নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫
২০২৫ সালে নাফাত (Nafath) অ্যাপসে অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে আজকের এই ধাপে ধাপে দেখানো হবে। সুতরাং, আপনারা যারা নাফাত একাউন্ট কিভাবে খুলতে হয় বা কিভাবে Nafath ওপেন করে সেই বিষয় সম্পর্কে জানেন না তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

২০২৫ সালে নাফাত একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে 'Nafath' অ্যাপটি ইনস্টল করতে হবে। আর হ্যাঁ, নাফাত অ্যাকাউন্ট খুলতে অবশ্যই আবসার একাউন্টের প্রয়োজন হবে। আবসার একাউন্ট না থাকলে 'আবসার (Absher) একাউন্ট খোলার উপায় ২০২৫' এই পোস্টে দেখানো নিয়ম অনুসরণ করে আবসার একাউন্ট খুলে নিতে পারবেন।

নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

নাফাত (Nafath) অ্যাপসটি ইন্সটল করার পর প্রয়োজনীয় পারমিশন দিয়ে ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করার পর 'Login' লেখার ওপরে ক্লিক করতে হবে। তারপর 'ID Number' এর নিচের ফাঁকা বক্সে ইকামা নাম্বার এবং 'Password' এর নিচের ফাঁকা বক্সে আবসার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে 'Next' বাটনে ক্লিক করতে হবে।

নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

এখন আবসার (Absher) রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। ফাঁকা বক্সে কোডটি বসিয়ে 'Next' বাটনে ক্লিক করতে হবে। তারপর নাফাত (Nafath) অ্যাপসে ৬ ডিজিটের একটি পিন নাম্বার সেট করতে হবে। প্রথমবার পিন নাম্বারটি সেট করার পর পুনরায় আবার একই পিন নাম্বারটি সেট করতে হবে।

নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

এই পর্যায়ে ফেস ভেরিফিকেশন (Face Verification) করতে হবে। ফেস ভেরিফিকেশন করার জন্য 'Next' বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর ফেস ভেরিফিকেশন করার জন্য উপরের ছবিতে দেখানো উপায়ে সেলফি তুলতে হবে।

নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৫

ফেস ভেরিফিকেশন করার পর 'You have successfully Logged in and the App is linked to your device' এরকম একটি মেসেজ দেখতে পারবেন। এখন 'finish' লেখা বাটনের উপর ক্লিক করলেই সফল ভাবে আপনাদের নাফাত অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং নাফাত ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে।

উপসংহার

২০২৫ সালে নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম বা নাফাত কিভাবে খুলতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন