সৌদি আরবের STC সিমের ভাষা পরিবর্তন করে আরবি থেকে ইংলিশ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনারা যারা সৌদি আরবের STC সিমের যেকোনো অফার, প্যাকেজ বা ব্যালেন্স চেক করার সময় সবকিছু আরবি ভাষায় দেখতে পারেন তারা প্রায় সকলে STC সিমের ভাষা পরিবর্তন করে আরবি থেকে ইংলিশ করার নিয়ম সম্পর্কে জানতে চান। উক্ত বিষয় সম্পর্কে আজকের পোস্টে দেখিয়েছি তাই বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি দেখুন।
STC সিমের ভাষা পরিবর্তন করে আরবি থেকে ইংলিশ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনাদের যাদের অফার, প্যাকেজ চেক সহ যেকোনো কিছু চেক করার সময় সৌদি আরবের STC সিমে উপরের ছবির মত আরবি লেখা শো করে তারা ভাষা পরিবর্তন করে আরবি থেকে ইংলিশ করার জন্য মোবাইলের মেসেজ অপশনে থেকে '1390' লিখে '900' এসএমএস নাম্বারে সেন্ড করে দিন।
তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা ফিরতি এসএমএসে "Thanks .. We've changed your number's language to English." এরকম মেসেজ আসবে। আর এই এসএমএসটি পাওয়ার পর আপনাদের এসটিসি (STC) সিমের ভাষা পরিবর্তন হয়ে আরবি থেকে ইংলিশ সেট হয়ে যাবে।
উপসংহার
আজকের ছোট্ট পোস্টে STC সিমের ভাষা পরিবর্তন করে আরবি থেকে ইংলিশ করার নিয়ম সম্পর্কে সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি পোস্টটি আপনাদের সকলের উপকারে আসবে। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।





