কোড ডায়াল করে এসটিসি (STC) এমবি এবং মিনিট কেনার নিয়ম ২০২৫
২০২৫ সালে কোড ডায়াল করার মাধ্যমে এসটিসি (STC) সিমের এমবি বা মিনিট কেনার নিয়ম সম্পর্কে দেখাবো আজকের পোস্টে। সুতরাং, আপনারা যারা এসটিসি (STC) এমবি অথবা মিনিট কেনার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
এসটিসি (STC) সিমে এমবি অথবা মিনিট কেনার কোড ২০২৫
২০২৫ সালে এসটিসি (STC) সিমে এমবি অথবা মিনিট কেনার জন্য প্রথমে মোবাইলে ডায়ালপ্যাড থেকে *888# ডায়াল করে নিতে হবে। তারপর আপনারা উপরের ছবি মত করে সকল এমবি (ইন্টারনেট) এবং মিনিট প্যাকেজ দেখতে পারবেন। যদি প্রথম পেইজে দেখানো অফারগুলো পছন্দ না হয় তবে, দ্বিতীয় পেইজে যাওয়ার জন্য '99' লিখে 'Send' লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর আপনারা যেই এমবি বা মিনিট প্যাকেজটি কিনতে চান তার পূর্বে থাকা কোডটি লিখে 'Send' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর অফারটি কেনার জন্য '1' লিখে 'Send' ক্লিক করতে হবে। এই মুহূর্তে আমরা অফারটি কিনব না তাই সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে কোড ডায়াল করে এসটিসি (STC) এমবি অথবা মিনিট কেনার নিয়ম সম্পর্কে আজকের পোস্টে আপনাদেরকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তবে, পরিচিতদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন।




