তাকামুল ট্রেনিং আবেদন কিভাবে করবো ২০২৫ | তাকামুল ট্রেনিং কতদিন করতে হয় 2025
২০২৫ সালে তাকামুল ট্রেনিং আবেদন কিভাবে করবো এবং তাকামুল ট্রেনিং কতদিন করতে হয় সেই দুটি প্রশ্নের উত্তর দেবো আজকের পোস্টে। তাই বিষয়দুটি সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
তাকামুল ট্রেনিং আবেদন কিভাবে করবো ২০২৫
২০২৫ সালে তাকামুল ট্রেনিং সার্টিফিকেট আবেদন করার জন্য তাকামুল পোর্টাল থেকে এপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর নির্দিষ্ট ডেটে পরীক্ষা দিয়ে পাশ করার পর তাকামুল সার্টিফিকেট পেতে পারবেন। আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে 'তাকামুল ট্রেনিং সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' এই পোস্টটি পড়ে নিতে পারেন।
তাকামুল ট্রেনিং কতদিন করতে হয় 2025
২০২৫ সালে তাকামুল পরীক্ষার দেওয়ার পর তাকামুল ট্রেনিং সার্টিফিকেট পেতে সময় লাগে ২৪ ঘন্টা বা ১ দিনের মত। তবে, অবশ্যই তাকামুল সার্টিফিকেট পেতে হলে আপনাকে তাকামুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার ব্যাপারে জানতে 'তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার উপায় ২০২৫' এই পোস্টটি পড়ে নিতে পারেন।
বর্তমানে তাকামুল পরীক্ষা ২ ঘন্টা হয়ে থাকে। ৩০ মিনিট লিখিত পরীক্ষা হয় এবং বাকি দেড় ঘন্টা (১ ঘন্টা ৪০ মিনিট) প্রাকটিক্যাল পরীক্ষা হয়। পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা যেই কাজের উপর তাকামুল সার্টিফিকেট পেতে চাচ্ছেন সেই ব্যাপারে ভালোভাবে জেনে নিবেন। নাহলে আপনার জন্য পরীক্ষায় পাস করা কঠিন হয়ে যেতে পারে।
শেষ কথা
তাকামুল ট্রেনিং আবেদন কিভাবে করবো ২০২৫ – তাকামুল ট্রেনিং কতদিন করতে হয় 2025 সেই দুটি বিষয় সম্পর্কে আজকে সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি। তবে, আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
