তাকামুল ট্রেনিং করতে কি কি লাগে ২০২৬ | তাকামুল ট্রেনিং করতে কত টাকা লাগে 2026
২০২৬ সালে তাকামুল ট্রেনিং করতে কি কি লাগে এবং ট্রেনিং করতে কত টাকা লাগে সেই বিষয় দুটি সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। তাই আপনারা যারা উক্ত বিষয়দুটি সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
তাকামুল ট্রেনিং করতে কি কি লাগে ২০২৬
সৌদি আরবের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৬ সালে তাকামুল ট্রেনিং সার্টিফিকেট করতে বা অ্যাপয়েন্টমেন্ট (টিকেট) পেতে আপনার শুধুমাত্র পাসপোর্ট থাকা লাগবে। আর অবশ্যই তাকামুল ট্রেনিং পরীক্ষার দিন সাথে করে পাসপোর্ট এবং টিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে।
তাকামুল ট্রেনিং সার্টিফিকেটের জন্য ২ ঘন্টার সময়ের একটি পরীক্ষা দিতে হয়। যার মধ্যে ৩০ মিনিটের লিখিত পরীক্ষা হয় এবং দেড় ঘন্টা ব্যবহারিক পরীক্ষা হয়। আপনারা পরীক্ষা দেওয়ার ২৪ ঘন্টা পর তাকামুল পোর্টাল থেকে পিডিএফ ফরমেটে তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
তাকামুল ট্রেনিং করতে কত টাকা লাগে 2026
২০২৬ সালে তাকামুল ট্রেনিং সার্টিফিকেট করতে আপনাকে ৫০ ডলার পেমেন্ট করে টিকেট (অ্যাপয়েন্টমেন্ট) নিতে হবে তাকামুল পোর্টাল থেকে। আর অবশ্যই এই ৫০ ডলার পেমেন্ট করতে হবে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন সাপোর্টেড ভিসা বা মাস্টারকার্ডের মাধ্যমে।
সৌদি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের নিয়ম অনুসারে, সকল সফল পেমেন্ট নন রিফান্ডেবল হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ, আপনারা যদি এপয়েন্টমেন্ট নেওয়ার পর এপয়েন্টমেন্ট বাতিল করেন বা কোন কারণে তাকামুল পরীক্ষা না দিতে পারেন তবে, পেমেন্ট পেমেন্টকৃত অর্থ অফেরতযোগ্য হিসেবে গণ্য করা হবে।
পরিশেষে কিছু কথা
২০২৬ সালে তাকামুল ট্রেনিং করতে কি কি ডকুমেন্টস (কাগজপত্র) লাগে এবং তাকামুল ট্রেনিং করতে কত টাকা লাগে সেই বিষয় সম্পর্কে আজকে সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়েছে। তবে, কোন কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন।


