সৌদি আরবের সারাকো কোম্পানি বেতন কত, সুযোগ-সুবিধা কেমন, কাজ কি, ডিউটি কয় ঘন্টা
২০২৫ সালে সৌদি আরবের সারাকো কোম্পানি বেতন কত টাকা, সুযোগ-সুবিধা কেমন, কাজ কি, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই আর্টিকেলে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা সৌদি আরবের সারাকো কোম্পানির (Sraco Company) ব্যাপারে বিস্তারিত জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
সৌদি আরবের সারাকো কোম্পানি বেতন কত টাকা ২০২৫
সৌদি আরবের সারাকো কোম্পানির ক্লিনারের চাকরিতে বা কাজে মাসিক বেতন হল ৬০০ সৌদি রিয়াল। আর সাথে ২০০ থেকে ২৫০ সৌদি রিয়াল পাবেন খাওয়া খরচ বাবদ। কিন্তু সর্বনিম্ন বেসিক বেতন ৬০০ সৌদি রিয়াল।
সৌদি আরবের সারাকো কোম্পানির সুযোগ-সুবিধা কেমন ২০২৫
সারাকো কোম্পানি সৌদি আরবের বিশ্বস্ত কোম্পানী গুলোর মধ্যে একটি। তবে, সারাকো কোম্পানিতে বেতন তুলনামূলকভাবে অনেক কম। আর বলতে পারেন এটাই সারাকো কোম্পানির মূল অসুবিধা। কিন্তু সারাকো কোম্পানির কোন সুবিধা নেই সেরকম কিন্তু নয়।
সারাকো কোম্পানির বেশ কিছু সুবিধা রয়েছে যেমন; সারাকো কোম্পানি কখনোই আপনার বেতন নিয়ে টালবাহানা করবে না। অর্থাৎ, আপনি সময় মত বেতন পাবেন। আপনার আকামা খরচ সম্পূর্ণটাই বহন করবে সারাকো কোম্পানি। ২ বছর পর পর একবার বিমান টিকেট সহ ৩ মাসের ছুটি পাবেন।
সবকিছু মিলিয়ে আপনারা সারাকো কোম্পানির একটিই অসুবিধা সেটি হল বেতন কম। এছাড়া, সারাকো কোম্পানির কোন অসুবিধা নেই। এবং সারাকো সৌদি আরবের সবচেয়ে বেশি বিশ্বস্ত কোম্পানী গুলোর মধ্যে একটি।
সৌদি আরব সারাকো কোম্পানি কাজ কি?
সারাকো কোম্পানির কয়েকটি সাইট থাকলেও বাংলাদেশ থেকে যারা সারাকো কোম্পানিতে কাজ করতে যায় তাদের বেশিরভাগই হসপিটাল/ক্লিনিক ক্লিনারের কাজ করে থাকে। তবে, সারাকো কোম্পানিতে হসপিটাল ক্লিনারের বাইরে হসপিটাল ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান সহ অন্যান্য আরো কয়েক ক্যাটাগরির কাজ রয়েছে।
আরো পড়ুন: ২০২৫ সালে সৌদি আরবের সিজার কোম্পানি কেমন, বেতন কত, কাজ কি, ডিউটি কত ঘন্টা, সুযোগ-সুবিধা কেমন
সৌদি আরবের সারাকো কোম্পানি ডিউটি কয় ঘন্টা?
সৌদি আরবের সারাকো কোম্পানিতে ৮ ঘন্টা ডিউটি থাকে। তবে, যদি ৮ ঘণ্টার বেশি কাজ করার প্রয়োজন পড়ে বা ডিউটি থাকে সেক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য আপনারা বাড়তি বেতন পেয়ে যাবেন।
আরো পড়ুন: ২০২৫ সালে সৌদি আরব আরামকো কোম্পানি নিয়োগ, বেতন কত, কাজ কি, ডিউটি কত ঘন্টা, সুযোগ-সুবিধা কি
শেষ কথা
২০২৫ সালে সৌদি আরবের সারাকো কোম্পানির বেতন কত, সুযোগ-সুবিধা কেমন, কাজ কি কি, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যদি আর্টিকেলটি ভালো লাগে পরিচিতদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন।
