অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম 2025
২০২৫ সালে অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম দেখাবো আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা সরকারি চাকরি করেন এবং জিপিএফ (GPF) ফান্ডের ব্যালেন্স (টাকা) দেখার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আরো পড়ুন: নামজারি আবেদন চেক করার নিয়ম ২০২৫
জিপিএফ (GPF) ব্যালেন্স চেক 2025
২০২৫ সালের নতুন নিয়মে; ২০২৪-২৫ অর্থ বছরের বা অন্য যেকোনো অর্থবছরের জিপিএফ ব্যালেন্স (হিসাব) চেক করার জন্য প্রথমে 'https://www.cafopfm.gov.bd/' এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর 'GPF Information' লেখার নিচে থাকা 'Click Here' বাটনে ক্লিক করুন।
তারপর 'NID/Smart ID' লেখার নিচের ফাঁকা বক্সে ভোটার আইডি কার্ড নাম্বার বা এনআইডি নাম্বার লিখুন। তারপর 'Phone No' এর নিচের বক্সে মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর 'Submit' লেখা বাটনের উপরে চাপ দিতে হবে।
এখন মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য প্রাপ্ত ওটিপি কোড বসিয়ে 'Submit' বাটনে ক্লিক করতে হবে। তারপর 'GPF ACCOUNTS SLIP' লেখার নিচে থেকে অর্থবছর সিলেক্ট করে 'GO' লেখার উপরে ক্লিক করতে হবে।
তারপর উপরের ছবির মত করে আপনারা আপনাদের জিপিএফ ফান্ডের ব্যালেন্স চেক করতে পারবেন বা দেখতে পারবেন। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তথ্যগুলো ঝাপসা করে দেওয়া হয়েছে।
আপনারা যদি পিডিএফ (PDF) ফরম্যাটে জিপিএফ ফান্ডের একাউন্ট স্লিপ ডাওনলোড করতে চান তবে, ক্রোম (Chrome) ব্রাউজারের থ্রি লাইন মেনুতে ক্লিক করে 'Print' লেখার উপরে ক্লিক করুন।
সর্বশেষ কথা
২০২৫ সালে অনলাইনে জিপিএফ (GPF) ফান্ডের ব্যালেন্স চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তবে, এটি আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যেকোনো গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।




