চট্টগ্রাম ওয়াসা বিল চেক 2025

চট্টগ্রাম ওয়াসা বিল চেক 2025
২০২৫ সালে চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা 'অনলাইনে চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম বা পিডিএফ ডাওনলোড করার নিয়ম 2025' সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম ২০২৫

চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম ২০২৫

২০২৫ সালে অনলাইনে চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে প্রকাশ করতে হবে। তারপর "পে বিল" অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর "পানি" অপশনের উপর টাচ করে "Chattogram WASA" লেখার উপরে ক্লিক করতে হবে।

চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম ২০২৫

এখন "বিল সময়সীমা" এর নিচের অপশন থেকে যেই মাসের ওয়াসা বিল পরিশোধ করবেন বা দেখবেন সেই মাস সিলেক্ট করতে হবে। তারপর "একাউন্ট নং দিন" এর নিচের বক্সে অ্যাকাউন্ট নাম্বার লিখে "পে বিল করতে এগিয়ে যান" লেখার উপর ক্লিক করতে হবে।

চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম ২০২৫

এই পর্যায়ে আপনারা একাউন্ট নং, একাউন্টের নাম, পরিশোধের শেষ সময়, স্ট্যাটাস এবং বিলের পরিমাণ দেখতে পারবেন। তারপর বিল পরিশোধ করতে "পরের ধাপে যেতে ট্যাপ করুন" লেখার পর ক্লিক করতে হবে। এই মুহূর্তে আমাদের বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই সেজন্য আমরা চট্টগ্রাম ওয়াসা বিল পেমেন্টের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাতে পারছি না।

আর আপনারা অনলাইনে বিকাশের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা বিল পর পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে পেমেন্টের পিডিএফ ফাইল এবং রিসিট বা টোকেন পেয়ে যাবেন। আর অবশ্যই প্রমাণপত্র হিসাবে বিকাশ থেকে প্রাপ্ত রিসিটটি সংগ্রহ করে রাখতে ভুলবেন না!

সর্বশেষ কথা

২০২৫ সালে ধাপে ধাপে চট্টগ্রাম ওয়াসা বিল চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই পোস্টে। আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে তবে, বন্ধু বা পরিচিতদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন। আর যেকোনো গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন