খুলনা ওয়াসা পানির বিল চেক ২০২৫
২০২৫ সালে খুলনা ওয়াসা পানির বিল চেক বা বিল পেমেন্ট করার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, যারা এই ব্যাপার সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আরো পড়ুন: জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম 2025
খুলনা ওয়াসা পানির বিল চেক ২০২৫
২০২৫ সালে খুলনা ওয়াসা পানির বিল চেক করার জন্য বা পেমেন্ট পরিশোধ করার জন্য প্রথমে "bKash" অ্যাপে প্রবেশ করুন। তারপর "Pay Bill" অপশনে ক্লিক করতে হবে।
তারপর "Water" অপশনে চাপ দেওয়ার পর "Khulna WASA (Metered)" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর বিলের মার সিলেক্ট করার পর "Enter Customer Number" এর নিচের ফাঁকা বক্সে বিলের অ্যাকাউন্ট নাম্বার লিখে "Proceed to Pay" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন আপনারা উপরের ছবি মত করে আপনাদের খুলনা ওয়াসা পানির বিল কত টাকা এসেছে তা দেখতে পারবেন। বিল পরিশোধ করার জন্য বিকাশ পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রেখে "Tap To Continue" লেখার উপর ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।
আরো পড়ুন: চট্টগ্রাম ওয়াসা বিল চেক 2025
শেষ কথা
২০২৫ সালে খুলনা ওয়াসা পানির বিল চেক করার নিয়ম এবং কিভাবে বিকাশের মাধ্যমে খুলনা ওয়াসার পানির বিল পেমেন্ট করবেন সে ব্যাপারে ধাপে ধাপে দেখিয়েছি আজকের এই আর্টিকেলে। কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার সমস্যার ব্যাপারে লিখে জানাতে পারেন।
আরো পড়ুন: নামজারি আবেদন চেক করার নিয়ম ২০২৫



