যশোর থেকে গদখালীর ভাড়া কত ২০২৫ | যশোর থেকে নড়াইল বাস ভাড়া কত 2025
২০২৫ সালে যশোর থেকে গদখালি, যশোর থেকে নড়াইল বাস ভাড়া কত এবং দূরত্ব কত কিলোমিটার সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা উক্ত বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
যশোর থেকে গদখালী দূরত্ব কত কিলোমিটার
গদখালী আমাদের সবার কাছেই খুব পরিচিত একটি নাম। গদখালী হলো দেশের সবচেয়ে বড় পাইকারি ফুল বিক্রয় কেন্দ্র এবং চাষাবাদ কেন্দ্র। যশোর থেকে গদখালী দূরত্ব হলো; ২১ কিলোমিটার। যশোর থেকে গদখালী পৌছাতে আপনার আনুমানিক ৩৭ মিনিটের মত সময় লাগবে।
গদখালী হলো যশোরের ঝিকরগাছা উপজেলার একটি গ্রামের নাম। গদখালীকে অনেকে বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবেও নামকরণ করেছে।
যশোর থেকে গদখালীর ভাড়া কত ২০২৫
আপনি যশোর থেকে গদখালী দুই ভাবে যেতে পারেন যথা; লোকাল বাস ধরে এবং ভ্যান অথবা ইজিবাইক করে। আপনি যদি ভ্যান বা ইজিবাইকে যশোর থেকে গদখালী যেতে চান তাহলে আপনার খরচ হবে; ৮০ থেকে ১০০ টাকার মত। আর যদি বাসে যান তাহলে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যেই যেতে পারবেন।
যশোর থেকে নড়াইল কত কিলোমিটার
যশোর থেকে নড়াইলের দূরত্ব হলো ৪০.৭ কিলোমিটার। আমাদের উল্লেখিত দূরত্বটি হলো যশোর - নড়াইল হাইওয়ে হয়ে। যশোর থেকে নড়াইলে পৌঁছাতে আপনার আনুমানিক ১ ঘন্টা ১০ মিনিটের কাছাকাছি সময় লাগবে।
যশোর থেকে নড়াইল বাস ভাড়া 2025
যশোর থেকে নড়াইলে বেস কিছু লোকাল বাস যাতায়াত করে। ২০২৫ সালে যশোর থেকে নড়াইলের বাস ভাড়া হলো; ৯০ টাকা। আমাদের উল্লিখিত বাস ভাড়াটি কম বেশি কিংবা পরিবর্তন হতে পারে সুতরাং, আপডেট বাস ভাড়া জানতে দয়া করে বাস কাউন্টারে গিয়ে কথা বলুন।
উপসংহার
যশোর থেকে গদখালি, যশোর থেকে নড়াইল কত কিলোমিটার এবং বাস ভাড়া কত সম্পর্কে লেখা এই ব্লগটি পড়ে কি আপনার ভালো লেগেছে সেটি আমাদের কমেন্ট করে লিখে জানান। আপনাদের মন্তব্য আমাদের সেবার মান উন্নতি করতে সহায়তা করে।