Qiwa কিভাবে খুলবো? কিউয়া (Qiwa) অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম ২০২৫

Qiwa কিভাবে খুলবো? কিউয়া (Qiwa) অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম ২০২৫
২০২৫ সালে কিভাবে Qiwa কিভাবে খুলবেন বা কিউয়া (Qiwa) অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে দেখাবো আজকের এই আর্টিকেলে। তাই আপনারা যারা Qiwa একাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি সম্পর্কে জানেন না তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

Qiwa কিভাবে খুলবো ২০২৫

Qiwa কিভাবে খুলবো ২০২৫

২০২৫ সালে কিউয়া (Qiwa) অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে https://sso.qiwa.sa/registration এই ওয়েব পেইজে যেতে হবে। তারপর 'Identity number' এর নিচের ফাঁকা বক্সে ইকামা নাম্বার এবং 'Date of birth' সেকশন থেকে জন্ম তারিখ, মাস, বছর সেট করে 'Next' লেখার উপর ট্যাপ করতে হবে।

Qiwa কিভাবে খুলবো ২০২৫

তারপর আবসার (Absher) অ্যাকাউন্টের মোবাইল নাম্বারে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন ফাঁকা বক্সে কোডটি বসিয়ে 'Confirm' লেখার উপর ক্লিক করলে নাম্বার ভেরিফাই হয়ে যাবে। আপনাদের যাদের আবসার একাউন্ট নেই তারা 'আবসার (Absher) একাউন্ট খোলার উপায় ২০২৫' এই পোস্টটি পড়ে নিতে পারেন।

Qiwa কিভাবে খুলবো ২০২৫

নাম্বার ভেরিফাই করার পর উপরের ছবির মত ওয়েব পেইজ শো হবে। এখন Qiwa অ্যাকাউন্ট খোলার জন্য 'Phone number' এর নিচের ফাঁকা বক্সে +966 বাদে মোবাইল নাম্বার, 'E-mail' এর নিচের বক্সে ইমেইল এড্রেস এবং 'Password' এর ফাঁকা বাক্সে একটি স্ট্রং (কঠিন) পাসওয়ার্ড লিখতে হবে।

তারপর 'I accept Qiwa's Terms and Conditions and Privacy Policy' বক্সে টিকমার্ক করে 'Send verification code' লেখার উপর ট্যাপ করতে হবে। তারপর পুনরায় মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। নাম্বার ভেরিফাই করতে প্রাপ্ত কোডটি বসিয়ে 'Confirm' বাটনের উপর ক্লিক করতে হবে।

Qiwa কিভাবে খুলবো ২০২৫

তারপর উপরের ছবির মত 'Account created' লেখা পেইজ দেখতে পারবেন, আর এই লেখাটি দেখতে পারা মানে Qiwa অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে বা খোলা হয়েছে। এখন লগইন করার জন্য 'Identity number or e-mail' এর নিচের বক্সে ইমেইল এবং 'Password' এর বক্সে পাসওয়ার্ড লিখে 'Log in' বাটনের উপর ক্লিক করতে হবে।

পরিশেষে কিছু কথা

২০২৫ সালে নতুন নিয়মে Qiwa কিভাবে খুলতে হয় বা কিউয়া (Qiwa) অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন