ফাইনাল এক্সিট কিভাবে লাগাবো ২০২৫
২০২৫ সালে কিভাবে আবসার (Absher) এর মাধ্যমে খুব সহজে ফাইনাল এক্সিট কিভাবে লাগাবেন সেটি আজকে সেটি দেখাবো। সুতরাং, আপনারা যারা ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ফাইনাল এক্সিট কিভাবে লাগাবো ২০২৫
২০২৫ সালে আবসার (Absher) এর মাধ্যমে ফাইনাল এক্সিট লাগানোর জন্য প্রথমে https://www.absher.sa/wps/portal/individuals/Home/homepublic/ এই ওয়েবসাইট থেকে আবসার লগইন করে নিতে হবে। লগইন করতে 'Username or ID Number' এর বক্সে ইকামা নাম্বার এবং 'Password' এর বক্সে পাসওয়ার্ড দিয়ে 'Log in' এর উপর ক্লিক করতে হবে।
তারপর আপনার আবসার (Absher) যেই সিমে খোলা সেই সিমে ৪ ডিজিটের OTP কোড যাবে। কোডটি আপনার সামনে আবসার ড্যাশবোর্ড ওপেন হবে।
এখন আবসার (Absher) ড্যাশবোর্ড থেকে 'My Services' অপশনের উপর ট্যাপ করুন। তারপর 'Passports' অপশনে ক্লিক করুন। এখন 'Visa Requests' এর উপরে ক্লিক করুন।
এখন নিচে একটু স্ক্রল করে 'Create Request for Visa' লেখার উপরে ক্লিক করুন। তারপর 'Final Exit Visa' অপশনটি সিলেক্ট করে তার নিচে থাকা বক্সে চেকমার্ক করে 'Next' বাটনের উপর ক্লিক করুন।
আপনি যখন 'Next' বাটনের উপর ট্যাপ করবেন তখন 'Please confirm the process' এরকম একটি উইন্ডো দেখতে পারবেন সেখান থেকে 'Confirm' এর ওপর ক্লিক করলেই ফাইনাল এক্সিট (Final Exit) এর জন্য মক্তব আমেলে রিকোয়েস্ট হয়ে যাবে।
তারপর মক্তব আমেল থেকে আপনার কফিল বা কোম্পানির সাথে যোগাযোগ করা হবে এবং যদি কোন সমস্যা না থাকে তবে, আপনার কফিল/কোম্পানিকে রিকোয়েস্টে একসেপ্ট করতে বলা হবে। আপনার কপিল/কোম্পানি যখন আপনার ফাইনাল এক্সিটের রিকোয়েস্ট গ্রহণ করবে তখনই আপনার ফাইনাল এক্সের পাশ হয়ে যাবে।
তবে, যদি আপনার ফাইনাল এক্সিট না লাগে বা কফিল অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে আপনারা View Requests Report (My Services > Passports > Visa Requests > View Requests Report) অপশন থেকে রিজেক্ট এর কারণ সহ বিস্তারিত বর্ণনা দেখতে পারবেন।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে সহজ নিয়মে কিভাবে ফাইনাল এক্সিট লাগাতে হয় সেটি সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে, আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।