ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) মেয়াদ শেষ হলে করণীয় কি ২০২৫

ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) মেয়াদ শেষ হলে করণীয় কি ২০২৫
পূর্বের পোস্টে Final Exit (খুরুজ নিহায়া) কি এবং ২০২৫ সালে ফাইনাল এক্সিট কাটার নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পোস্টে আলোচনা করা হবে 'ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) মেয়াদ শেষ হলে করণীয় কি ২০২৫' এই বিষয়টি সম্পর্কে।

ফাইনাল এক্সিট (Khurooj Nihai) মেয়াদ শেষ হলে করণীয় কি ২০২৫

২০২৫ সালে অনেকে ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) মেয়াদ শেষ হলে করণীয় কি সেটি সম্পর্কে জানতে প্রশ্ন করে থাকেন। ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হলে করণীয় ৩ টি যথা: ১,০০০ সৌদি রিয়াল জরিমানা দিয়ে দেশে চলে আসা, কফিল/কোম্পানির সাথে আলোচনা করে ফাইনাল এক্সিট উঠানো/কাটা বা অবৈধভাবে সৌদি আরবে থাকা।

তবে, bdback.com কখনোই কোন অবৈধ বিষয়কে সমর্থন করে না এবং আমরা সকল দেশের আইনের উপর শ্রদ্ধাশীল। তাই আমাদের পরামর্শ থাকবে যদি আপনি সৌদি আরবে থাকতে চান তবে, আপনার কোম্পানি/কফিলের সাথে আলোচনা করে সম্ভব হলে ফাইনাল এক্সিট উঠানো/কাটা.. কিভাবে কি করবেন সেটা জানতে 'ফাইনাল এক্সিট কাটার নিয়ম ২০২৫' সম্পর্কিত আমাদের এই পোস্টটি পড়ুন।

যদি কফিল/কোম্পানির সাথে কথা বলেও ফাইনাল এক্সিট উঠানো সম্ভব না হয় তবে, আপনাকে দেশে আসার জন্য বাংলাদেশ এম্বাসি/কনসুলেট থেকে আউপাসের ফরম নিয়ে সেটি সঠিক ভাবে পূরণ করে আপনার কফিল যে এলাকার সেই এলাকার মক্তব আমেলে জমা দিতে হবে।


তারপর মক্তব আমেল থেকে ১ মাসের মত সময় নিয়ে আপনাকে একটা ডেট দেবে সেই ডেটে গেলে আপনার কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) এর মেয়াদ শেষ হওয়ার পরে দেশে আসতে হলে অবশ্যই আপনাকে ১,০০০ রিয়াল জরিমানা দিতে হবে।

আপনারা দেশে আসার জন্য একই কাজটি এম্বাসি বা কনসুলেটর মাধ্যমেও করতে পারবেন তবে, সেক্ষেত্রে আপনাকে ৩/৪ মাসের মত অপেক্ষা করতে হবে। অর্থাৎ, এম্বাসি/কনসুলেটর মাধ্যমে করতে হলে সময় বেশি লাগবে। আরেকটি কথা বলে রাখা ভালো যে, আপনারা ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কাফেলা হতে পারবেন না।

উপসংহার

২০২৫ সালে ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) মেয়াদ শেষ হলে করণীয় কি সেটি সম্পর্কে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি পোস্টের কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, সেটি সম্পর্কে আমাদের কমেন্ট করে লিখে জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন