সৌদি আরবের লোড আনলোড ভিসার দাম কত ২০২৫ | লোড আনলোড ভিসার আকামা খরচ কত 2025

সৌদি আরবের লোড আনলোড ভিসার দাম কত ২০২৫ | লোড আনলোড ভিসার আকামা খরচ কত 2025
পূর্বের পোস্টে 'সৌদি আরবের লোড আনলোড ভিসার কাজ কি, লোড আনলোড ভিসা কেমন?' সেই বিষয় সম্পর্কে কথা বলেছিলাম। আজকের কথা বলব 'সৌদি আরবের লোড আনলোড ভিসার দাম কত ২০২৫ – লোড আনলোড ভিসার আকামা খরচ কত 2025' সেটি সম্পর্কে। চলুন মূল আলোচনা শুরু করি।

সৌদি আরবের লোড আনলোড ভিসার দাম কত ২০২৫

২০২৫ সালে লোড আনলোড ভিসার মাধ্যমে সৌদি আরব যাওয়ার জন্য আপনার কত টাকা খরচ হবে সেটা নির্ভর করে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার উপর। কারণ, অনেকে ৩ লাখ/সাড়ে ৩ লাখ টাকায় লোড আনলোড ভিসায় সৌদি আরবে যাচ্ছেন আবার অনেকে ঐ একই ভিসার মাধ্যমে সৌদি আরবে যাচ্ছেন ৫ লাখ টাকা খরচ করে।

সুতরাং, সৌদি আরবের লোড আনলোড ভিসার দাম মূলত নির্ভর করে এজেন্সি / দালালের উপরে। কিন্তু আপনি যদি একটা মোটামুটি গড় ধারণা চান তবে, আপনি আপনি সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকার মত ধরে রাখতে পারেন। তবে, প্রকৃতপক্ষে কত খরচ হবে সেটি আপনার এজেন্সি বা আপনাকে যে নিয়ে যাবে তার উপরেই নির্ভর করবে।

লোড আনলোড ভিসার আকামা খরচ কত 2025

লোড আনলোড ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে ব্যবহৃত হয় ২ ধরনের আকামা। একটি হলো; ৩ মাসের মক্তব আমেল ওয়ার্ক পারমিট ইকামা এবং আরেকটি হলো; ২ বছরের রোকসাতুল আমেল খুরুজ নিহায়া ইকামা। তবে, বাংলাদেশ থেকে যারা লোড আনলোড ভিসায় সৌদিতে যাই তাদের বেশিরভাগই ৩ মাসের মক্তব আমেল ওয়ার্ক পারমিট ইকামার মাধ্যমে যায়।

২ বছরের রোকসাতুল আমেল খুরুজ নিহায়া আকামা রিনিউ করা হয় না বললেই চলে। এই রোকসাতুল আমেল খুরুজ নিহায়া আকামায় আপনি ২ বছরের জন্য পারমিট পাবেন এবং আপনাকে ২ বছর পূর্ণ হওয়ার পূর্বেই সৌদি আরব ত্যাগ করতে হবে।

আর ৩ মাসের মক্তব আমেল ওয়ার্ক পারমিট আকামার ক্ষেত্রে সৌদি আরবে যাওয়ার পর আপনার ইকামা রিনিউ করতে হবে। নিচের তালিকার মাধ্যমে ২০২৫ সালে সৌদি আরবের লোড আনলোড ভিসায় মক্তব আমেল ওয়ার্ক পারমিট ইকামার খরচ কত বা রিনিউয়াল ফি কত সেটি দেখানো হয়েছে।

  • ৩ মাস = ২,৪০০ সৌদি রিয়াল
  • ৬ মাস = ৪,৮০০ সৌদি রিয়াল
  • ৯ মাস = ৭,২০০ সৌদি রিয়াল
  • ১২ মাস = ৯,৬০০ সৌদি রিয়াল

সর্বশেষ কথা

২০২৫ সালে সৌদি আরবের লোড আনলোড ভিসার দাম কত এবং আকামা খরচ কত সেই বিষয়দুটি সম্পর্কে আজকে সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই লিখে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন