কাফালার তলব চেক করার নিয়ম বা তলব একসেপ্ট করার নিয়ম ২০২৫
২০২৫ সালে কাফালার তলব চেক করার নিয়ম বা তলব একসেপ্ট করার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে দেখানো হবে। তাই আপনারা যারা তলব চেক করতে বা তলব একসেপ্ট করার উপায় সম্পর্কে জানতে চান তার সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কাফালার তলব চেক করার নিয়ম বা তলব একসেপ্ট করার নিয়ম ২০২৫
২০২৫ সালে মোবাইলের মাধ্যমে নিজে নিজে কাফালার তলব চেক করতে বা তলব একসেপ্ট করতে কিউয়া (Qiwa) একাউন্টে লগইন করার জন্য প্রথমে https://sso.qiwa.sa/sign-in এই ওয়েবসাইটে যেতে হবে।
এখন 'Identity number or e-mail' বক্সে আকামা নাম্বার অথবা ইমেইল এড্রেস লিখুন এবং তারপর 'Password' এর বক্সে কিউয়া (Qiwa) অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে 'Log in' বাটনের উপর ক্লিক করতে হবে। কিভাবে কিউয়া (Qiwa) অ্যাকাউন্ট খুলতে হয় সেটি জানতে 'Qiwa কিভাবে খুলবো ২০২৫' এই পোস্টটি পড়ুন।
এখন আপনাকে আপনার Qiwa একাউন্টের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য প্রাপ্ত ওটিপি কোডটি ফাঁকা বক্সে বসিয়ে 'Confirm' বাটনের উপর ক্লিক করতে হবে।
কিউয়া (Qiwa) অ্যাকাউন্টে লগইন করার পর 'Individual account' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর নেক্সট পেইজে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করে 'Go to Employee Transfers' লেখা বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন 'Pending transfers' সিলেক্ট করে নিচে একটু স্ক্রল করে 'Accept' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর 'I have read and accept Qiwa Platform Terms and Conditions.' এর বাম দিকের বক্সে টিকমার্ক করে 'Accept and continue' বাটনে ক্লিক করার পর মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য প্রাপ্ত কোডটি লিখে 'Confirm' লেখার উপর ক্লিক করলেই তলব একসেপ্ট হবে যাবে।
সর্বশেষ কথা
২০২৫ সালে কাফালার তলব চেক করার নিয়ম বা তলব একসেপ্ট করার নিয়ম সম্পর্কে আজকে সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি তলব চেক করার বা তলব একসেপ্ট করার সম্পর্কে অন্য কোন প্রশ্ন থাকে তবে, নিঃসংকোচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।