২০২৫ সালে সৌদি আরবের আল মাজাল কোম্পানির সুযোগ-সুবিধা কেমন, বেতন কত, ডিউটি কয় ঘন্টা, কাজ কি কি?
২০২৫ সালে সৌদি আরবের আল মাজাল কোম্পানির সুযোগ-সুবিধা কেমন, বেতন কত, ডিউটি কয় ঘন্টা, কাজ কি কি সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্ট তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা সৌদি আরবের আল মাজাল কোম্পানির ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সৌদি আরবের আল মাজাল কোম্পানির সুযোগ-সুবিধা কেমন বা কাজ কি ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আল মাজাল কোম্পানি সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। বাংলাদেশ থেকে আল মাজাল কোম্পানিতে আসা ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষ বলদিয়া কাজে সৌদি আরবে যায়। এছাড়াও, আল মাজাল কোম্পানিতে মাদ্রাসা এবং অফিস ক্লিনার কাজের কন্টাক্ট রয়েছে।
আর আল মাজাল একটি ডিরেক্ট কোম্পানি। এটা কোন সাপ্লাই কোম্পানি নয়। আল মাজাল কোম্পানি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কন্টাক্ট নিয়ে তাদের নিজস্ব কর্মীদের মাধ্যমে কাজ করিয়া থাকে। কোম্পানি থাকা, ইন্সুরেন্স, আকামা এগুলোর খরচ বহন করে। ২ বছর পর পর আপ ডাউন টিকিট সহ ৩ মাসের ছুটি পাওয়া যায়।
বলে রাখা ভালো যে, আল মাজাল কোম্পানিতে টেকনিশিয়ান, ড্রাইভার, সুপারভাইজার, ফোরম্যান এই ধরনের কাজ থাকলেও এগুলোতে বাংলাদেশী কর্মীরা খুব কম নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশ থেকে যারা আল মাজাল কোম্পানিতে আসে তাদের বেশিরভাগই বলদিয়া বা ক্লিনার কাজে আসে।
কিন্তু আপনাদের পারফরমেন্স অনুযায়ী, পরবর্তীতে আল মাজাল কোম্পানিতে আপনাদের প্রমোশন হতে পারে বা আপনারা ড্রাইভার, সুপারভাইজার, টেকনিশিয়ান, ফোরম্যান এই কাজ গুলোয় নিয়োগ প্রাপ্ত হতে পারবেন। ড্রাইভার পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং জানা বা ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
সৌদি আরব আল মাজাল কোম্পানির বেতন কত ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আল মাজাল কোম্পানিতে বলদিয়া বা ক্লিনার কাজের মাসিক বেতন ৫৫০ থেকে ৬০০ সৌদি রিয়াল। কিন্তু অন্যান্য কাজে বেতন তুলনামূলক ভাবে বেশি তবে, বাংলাদেশ থেকে যারা আল মাজাল কোম্পানিতে নিয়োগ প্রাপ্ত হন তাদের বেশিরভাগই ক্লিনার বা বলদিয়া কাজে যেয়ে থাকেন। তাই আমরা শুধুমাত্র ক্লিনার বা বলদিয়া কাজের বেতন সম্পর্কে বলেছি।
সৌদির আল মাজাল কোম্পানির ডিউটি কয় ঘন্টা?
সৌদি আরবের আল মাজাল কোম্পানির ডিউটি ৮ ঘন্টা। তবে, আপনাকে যদি ৮ ঘণ্টার বেশি সময় কাজ (ওভারটাইম) করতে হয় সেক্ষেত্রে আপনি বাড়তি টাকা পাবেন।
উপসংহার
২০২৫ সালে সৌদি আরবের আল মাজাল কোম্পানির সুযোগ-সুবিধা কেমন, কাজ কি, বেতন কত, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকের পোস্টে। যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা অন্য কোন বিষয়ে জানার থাকে তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।
