সৌদি আরবের আল জাহারান কোম্পানি কেমন, কাজ কি, বেতন কত, ডিউটি কয় ঘন্টা ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আল জাহারান কোম্পানির সুযোগ-সুবিধা কেমন, কাজ কি, বেতন কত, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্টে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তাই সৌদি আরবের আল জাহারান কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি পড়তে থাকুন।
সৌদি আরবের আল জাহারান কোম্পানি সুযোগ-সুবিধা কেমন বা কাজ কি ২০২৫
২০২৫ সালে যারা সৌদি আরবের আল জাহারান কোম্পানির ব্যাপারে জানেন না তাদের জন্য বলছি, আল জাহারান কোম্পানি একটি বলদিয়া কোম্পানি। অর্থাৎ, সৌদির আল জাহারান কোম্পানিতে চাকরি নিলে আপনার কাজ হবে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার বা রোড ক্লিনিং।
আল জাহারান কোম্পানি সহ যেকোনো বলদিয়া কাজের সবচেয়ে বড় সুবিধা হল – এই কাজে বেতন তুলনামূলক ভাবে অনেক কম। আল জাহারান কোম্পানিতে বেতন কত সেটি সম্পর্কে পরে বলছি। আর সৌদি আল জাহারান কোম্পানি থেকে আপনারা থাকার জন্য রুম, ড্রেস, আকামা, ইন্সুরেন্স, ২ বছর পর পর ৩ মাসের ছুটি (বিমান টিকিট সহ) এই সুযোগ সুবিধা গুলো পাবেন।
তবে, খাওয়া খরচ আপনাকে বহন করতে হবে। কিন্তু যারা সৌদিতে বলদিয়ার কাজ করে তাদেরকে অনেক সময় সৌদির স্থানীয় বাসিন্দারা খুশি হয়ে ফ্রিতে খাবার দিয়ে থাকে। এছাড়াও, অনেক সৌদিরা আবার টিপস দিয়া থাকে। যেই টিপস থেকে আপনারা মোটামুটি মাসের হাত খরচটা মেটাতে পারবেন।
আর সৌদি আরবের আল জাহারান কোম্পানিতে বলদিয়া কাজের পাশাপাশি আপনারা চাইলে সেকেন্ড জব (অন্যান্য কাজ) করতে পারবেন। তাই আপনারা যদি আল জাহারান কোম্পানিতে বলদিয়ার কাজে সৌদি যেতে চান তবে, আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে বলদিয়া কাজের পাশাপাশি অন্যান্য আরেকটি কাজ করার চেষ্টা করবেন।
আপনি যদি আল জাহারান কোম্পানির বলদিয়া কাজের পাশাপাশি কোন সেকেন্ড জব করেন সেক্ষেত্রে মাস শেষে মোটামুটি ভালো একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন। তা না হলে শুধুমাত্র আল জাহারান কোম্পানিতে বলদিয়ার কাজ করে সৌদি আরবে থাকা এবং মাস শেষে পরিবারকে টাকা পাঠানো আপনার জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে।
আর বলে রাখা ভালো যে, আল জাহারান কোম্পানি বলদিয়া কাজের পাশাপাশি ড্রাইভিং কাজে লোকবল নিয়োগ করে থাকে। তবে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ কর্মী বলদিয়ার কাজে আল জাহারান কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত হন। ড্রাইভিং কাজে বেতন বেশি হয়ে থাকে। তবে, বাংলাদেশ থেকে আল জাহারান কোম্পানির ড্রাইভিং কাজের ভিসা পাওয়া কঠিন।
সৌদি আরব আল জাহারান কোম্পানি বেতন কত টাকা ২০২৫
২০২৫ সৌদি আরবের আল জাহারান কোম্পানির রোড ক্লিনার বা বলদিয়া কাজের মাসিক বেতন ৬০০ সৌদি রিয়াল। আর যদি আপনি ড্রাইভিং পেশায় সৌদির আল জাহারান কোম্পানিতে চাকরি পান সেক্ষেত্রে আপনার বেতন হতে পারে ১,২০০ থেকে ১,৪০০ সৌদি রিয়াল। কিন্তু বাংলাদেশ থেকে আল জাহারান কোম্পানির ড্রাইভিং এর কাজ পাওয়া যায় না বললেই চলে।
সৌদি আল জাহারান কোম্পানি ডিউটি কয় ঘন্টা ২০২৫
সৌদি আরবের আল জাহারান কোম্পানির কাজে ফিক্সড ডিউটি ৮ ঘন্টা। আর বলদিয়া বা রোড ক্লিনার কাজে ওভারটাইম করার কোন সুযোগ থাকে না। কিন্তু আপনারা চাইলে ৮ ঘণ্টা বলদিয়া কাজ করার পর বাকি সময়ে বাহিরের অন্য যেকোনো কাজ করতে পারেন বাড়তি ইনকাম করার জন্য।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি আরবের আল জাহারান কোম্পানি সুযোগ সুবিধা কেমন, কাজ কি, বেতন কত রিয়াল, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকের পোস্টে। যদি ভালো লাগে পোস্টটি আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।
