ঢাকা থেকে সিলেট বাস ভাড়া কত ২০২৫ | ঢাকা টু সিলেট বাস সময়সূচী 2025
হ্যালো বন্ধুরা, bdback.com এর অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা ঢাকা থেকে সিলেট বাস ভাড়া কত ২০২৫ – ঢাকা টু সিলেট বাস সময়সূচী 2025 সহ এই সম্পর্কিত অনন্য বিষয়ে নিয়ে কথা বলবো। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
ঢাকা থেকে সিলেট বাস ভাড়া কত ২০২৫
২০২৫ সালে ঢাকা থেকে সিলেট এই রুটের নন এসি বাসের ভাড়া হলো; ৭০০ টাকা এবং ঢাকা থেকে সিলেট এসি বাসের ভাড়া হলো; সর্বনিম্ন ১,৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৫০০ টাকা।
ঢাকা টু সিলেট রুটে নিয়মিত যেসকল বাস যাতায়ত করে সেগুলো হলো শ্যামলী এন আর ট্রাভেলস, গ্রীন লাইন পরিবহন, লন্ডন এক্সপ্রেস লিমিটেড, সুপার সনি, আমেরিকান এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, এনা পরিবহন, ইত্যাদি।
ঢাকা টু সিলেট বাস সময়সূচী 2025
অনেকে ঢাকা থেকে সিলেট বাস এর সময়সূচী সম্পর্কে জানতে চান। যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাদেরকে বলছি 2025 সালে ঢাকা থেকে সিলেট ২৪/৭ কোন না কোন বাস থাকেই। অর্থাৎ, দিনের ২৪ ঘন্টা কোন না কোন বাসের সিডিউল থাকেই ঢাকা টু সিলেট রুটে।
গ্রীন লাইন বাস ঢাকা টু সিলেট ভাড়া ২০২৫
ঢাকা থেকে সিলেট রুটে প্রতিদিন গ্রীন লাইন এর বেশকিছু বাস নিয়মিত যাতায়াত করে। ২০২৫ সালে ঢাকা টু সিলেট রুটে গ্রীন লাইন এর এসি বাসের ভাড়া হলো ১,৫০০ টাকা।
ঢাকা টু সিলেট এনা বাসের সময়সূচী 2025
সকাল ৮ থেকে শুরু করে এনা বাসের দিনের বিভিন্ন সময়ে ঢাকা টু সিলেট বাস রয়েছে। তবে, আপনি যদি এনা পরিবহনের ঢাকা টু সিলেট রুটের আপডেট সময় সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে তাদের কাউন্টারে যোগাযোগ করতে পারেন।
শ্যামলী পরিবহন ঢাকা টু সিলেট ভাড়া ২০২৫
শ্যামলী এন আর ট্রাভেলস এর বেশকিছু বাস আছে ঢাকা থেকে সিলেট রুটে। ২০২৫ সালে শ্যামলী এন আর ট্রাভেলস এর ঢাকা টু সিলেট রুটে এর নন এসি বাসের ভাড়া হলো ৭০০ টাকা।
হানিফ পরিবহন সিলেট টু ঢাকা 2025
সিলেট টু ঢাকা রুটে হানিফ পরিবহন এর বেশকিছু নন এসি বাস রয়েছে। 2025 সালে সিলেট টু ঢাকা রুটে হানিফ পরিবহন এর বাস ভাড়া হলো ৭০০ টাকা।
এনা পরিবহন সিলেট টু ঢাকা ২০২৫
সিলেট টু ঢাকা রুটে এনা পরিবহনের বেশকিছু নন এসি এবং এসি বাস রয়েছে। ২০২৫ সালে সিলেট থেকে ঢাকা রুটে এনা পরিবহন নন এসি বাস ভাড়া হলো; ৬৮০ টাকা এবং এসি বাসের ভাড়া ১,৫০০ টাকা।
সিলেট টু ঢাকা অনলাইন বাস টিকেট 2025
আপনি যদি সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট এর অনলাইন টিকেট কাটতে চান তাহলে আপনি shohoz.com এবং bdtickets.com এই দুটি ওয়েবসাইট থেকে অনলাইন বাস টিকিট ক্রয় করতে পারবেন।
ঢাকা থেকে সিলেট কত কিলোমিটার
ঢাকা টু সিলেট এর দূরত্ব কত কিলোমিটার সেটি সম্পর্কে অনেকে প্রশ্ন করেন। যারা এটি সম্পর্কে প্রশ্ন করেন তাদের জন্য বলছি, ঢাকা থেকে সিলেট এর সর্বমোট দূরত্ব হলো ২৩৪.৮ কিলোমিটার। যেটি প্রায় ৬ ঘন্টার মত রাস্তা।
শেষ কথা
এই ব্লগটিতে ঢাকা থেকে সিলেট বাস ভাড়া কত ২০২৫ – ঢাকা টু সিলেট বাস সময়সূচী 2025 সহ এই সংক্রান্ত অনন্য বিষয়ে কথা বলেছি। ব্লগটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ব্লগটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।